পরিবার সংখা: ৭৪৩৯ টি।
মোট জন সংখা:৫১০৬৩ জন(পু:-২১০৮৬জন , মহিলা ১৯৯৭৭ জন)
লোক সংখ্যা: ২৯০০০জন (নারীঃ-১৪৪৯৭জন পুরুষঃ-১৪৫০৩ জন
ঐতিহাসিক পট ভূমি: ভোলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ১টি বৃহৎদ্বীপঅঞ্চল। এই অঞ্চলের উজেলা গুলোর ১ টি হলো লালমোহন। তৎকালীন শ্রী কৃষ্ণ মহন নামে এক হিন্দু জমিদার ছিলেন তাহার নামানুসারে এই উপজেলার নাম করন করা হয়।
লালমোহন উপজেলার ১ টি পৌর সভা,৯ টি ইউনিয়ন ২নং ক্রমিকে বস্থিত ইউনিয়ন চরভূতা রয়েছে ১১গ্রাম এবং ৪মৌজা।
প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্য মন্ডিত শাসন ঘেরা এক কালীন ভূমি চরভূতা মেঘনা ,বেতুতা ও তেতুলিয়া নদীর চর এই চরভূতা নামকরন এর ইতিহাস সম্পের্কে তেমন কোন নিদিষ্ট তথ্য পাওয়া যায় নাই । তবে লোকমুখে প্রচলিত আছে এই চরে নানা ধরনের ভূতেপ্রেরতের বসবাস আছে । একারনে নভূতপ্রেরতের আবাস ভূমি চরভ্যত থেকে চরভূতা নাম পরিচিয় ঘটলো। এই অঞ্চলের জনগনের মধ্যে প্রচলিত রয়েছে যে, এই ইউনিয়নচট সর্ব প্রথম বোরহান উদ্দিন থানার সাথে সংযুক্ত ছিল। তখন এই ইউনিয়নটির নাম ছিল ভূতের চর। ১৯৭২সারে চরভূতা একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসাবে যাত্রা শুরু করে । এখানকার প্রধান ব্যক্তিরা মনে করেন পাঞ্চায়েত থাকাকালীন থেকেই চরভূতার স্থানীয় কাঠামো বিরাজজমান। স্বাধীন বাংলা দেশের প্রথম বারের মত ১৯৭৩ সালে নির্বাচন অনুষ্টিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস